Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জুলাই ২০১৮

তিনদিন ব্যাপি ধামইরহাট ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন


প্রকাশন তারিখ : 2018-07-23

গত ২২শে জুলাই/২০১৮ বৃষ্টি ভেজা সকালে “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” প্রতিপাদ্যকে ধারন করে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠান হয়।

 

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: সফিউজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ৪৭ নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সাংসদ জনাব আলহাজ্ব মো: শহীদুজ্জামান সরকার এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো: মঈন উদ্দিন এবং ধামইরহাট এম এম ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মো: শহীদুল ইসলাম।

 

উদ্বোধনীর শুরুতে সুধীবৃন্দের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে ফলদ  বৃক্ষ মেলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: সেলিম রেজা। তিনি বলেন, কৃষক তথা সকল স্তরের জনগন এই ঐতিহ্যবাহী মেলার মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কৃষি প্রযুক্তি বিস্তারে মেলার বিকল্প নেই। তাই মেলার মাধ্যমে কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষের অবদান ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সহজে নতুন নতুন ধ্যান-ধারণা নিতে পারবে। তিনি বৃষ্টি ভেজা সকালে মেলায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং মেলা সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য নার্সারী মালিকসহ উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেন। তিনি মেলা থেকে বিভিন্ন জাতের বৃক্ষের চারা সংগ্রহ করে প্রত্যেককে অন্তত ১টি করে চারা রোপণ করার জন্য অনুরোধ জানান।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৃক্ষের অবদান অনশ্বিকার্য। বৃক্ষ মানুষকে অক্সিজেন দেয় এবং মানুষের ত্যাগ করা কার্নন-ডাই- অক্সাইড গ্রহন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। তাই আমরা বৃক্ষের নিকট চিরঋনি। তিনি আরো বলেন, প্রাকৃতিক পরিবেশ সুস্থ ও নির্মল রাখতে বৃক্ষের ভূমিকা অপরিহার্য। বিগত কয়েক বছর যাবৎ বৈশ্বিক উষ্ণতায় জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক পরিবেশের উপর বিরূপ প্রভাব সৃষ্টি হচ্ছে। যার ফলে বন্যা-খরা, ঝড়-ঝান্ডা, উষ্ণ আবহাওয়া, বৃষ্টিপাতের পরিমান কম এসব কারণে উত্তরাঞ্চলে মরুকরনের আশংকা সৃষ্টি হয়েছে। এসব মোকাবেলায় সত্যিকারের দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ তথা জাতীয় স্বার্থে বেশী বেশী করে বৃক্ষ রোপণ ও সংরক্ষনে ব্রতী হতে হবে। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, এর যতœ-পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে এবং সকলকে বৃক্ষ নিধন না করার আহ্বান জানান। এজন্য তিনি স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, মজুর-শ্রমিক, আবাল-বৃদ্ধ বনিতাসহ আপামর জনসাধারণকে মেলা প্রাঙ্গন থেকে বিভিন্ন জাতের বৃক্ষের চারা সংগ্রহ করে বাড়ির আশে-পাশে ফাঁকা জায়গায় অন্তত ১টি করে হলেও বৃক্ষের চারা রোপণ করার উদাত্ব আহ্বান জানান।


বিশেষ অতিথিবৃন্দ বলেন, দেশের বৃক্ষ সম্পদের উন্নয়নের মধ্য দিয়ে দারিদ্র বিমোচন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার সফলতা কামনা করেন এবং মেলা সফলভাবে সম্পুর্ন করতে উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী ও দর্শনাথীদের সহযোগীতা কামনা করেন। তিনি সকলকে বৃক্ষ রোপরে আহ্বান জানান।

 

৩দিন ব্যাপী মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বন বিভাগ, বিএমডিএ ও ব্যাক্তিমালিকানাধীন নার্সারীসহ ১৬ টি স্টল অংশ গ্রহন করে। উদ্বোধনী শেষে ৭০০টি বিভিন্ন প্রজাতির চারা বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট বিনামুল্যে বিতরণ করা হয়। উপজেলা পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী ছাড়াও প্রায় ৮০০ জন কৃষক/কিষাণী উপস্থিত ছিলেন। মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারনের জন্য উম্মুক্ত রাখা হয়। সমুগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ মো: আলেফ উদ্দিন।